তোমাকেই বলছি

তোমাকেই বলছি
সাগর হোসের


তোমাকেই বলছি নীলাবতি,,
তুমি যখন আমাকে রেখে চলে গিয়ে ছিলে দুর হতে আরো দুরে।
আমি এতটুকু বুঝতে পারিনি,
তোমার চোখের দিকে বার বার তাকিয়ে আমি দেখতে পাইনি আমাকে রেখে চলে যাবার এক বিন্দু বেদনার জলকনা।
তবে দেখেছি কিছুটা হতাস হবার রেখা,
এই হতাসার কারন আজ-ও আমার নেই জানা।
তাই বলে আমি আজ-ও থেমে যাইনি,
চলছি এইতো বেস।
জানি না কবে হবে এ চলার শেষ,
তবে পারিনি তোমার মত সব কিছু লুকিয়ে অন্য কাউকে নিয়ে পথ চলতে।
তবে আমার চলা কোন এক ছন্দে,
কাগজ আর কলমে পথ একেঁ একেঁ।
কখন আলোচনা কখন বা সমালোচনা নিয়ে,
কখন বা দু একটা প্রশংসা পেয়ে।
তবে এটাতেই লাগে বেস,
এক দিন নিয়তির ডাকে সব হবে শেষ।

No comments

Powered by Blogger.